সোমবার বঙ্গীয় নৃত্যকর্মী ঐক্য মঞ্চ ও পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রর যৌথ তত্বাধানে বিশ্ব নৃত্য দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় সল্টলেকে পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের সভামঞ্চে।
এই অনুষ্ঠানে মোট ২৫ টি দল অংশগ্রহণ করেন । অনুষ্ঠানে কথক নৃত্য শিল্পী কেয়া দাসের পরিচালনায় বালুরঘাট নৃত্যাঙ্গনা সংস্থার শিল্পীরা শিব তাণ্ডব ও তারানা দলীয় নৃত্যের উপস্থাপনা করেন।
প্রসঙ্গত কেয়া দাস ১০ বছর ধরে বালুরঘাট নৃত্যজ্ঞানের পরিচালনা করছেন। এছাড়া অনুষ্ঠান এ ভরতনাট্যম নৃত্য শিল্পী শ্রাবনী দাসের পরিচালনায় বালি ময়ূরী নৃত্য সংস্থার শিল্পীরা রবীন্দ্র নাথ ঠাকুরের সোনার তরী কবিতার অবলম্বনে তাদের সৃজনশীল নৃত্য পরিবেশন করেন। উল্লেখ্য শ্রাবনী দাস বিগত ১৫ বছর ধরে বালি ময়ূরী নৃত্য সংস্থার পরিচালনা করছেন।
Author: ekhansangbad
Post Views: ৮৭