কাঁথি লোকসভা কেন্দ্রে এবারের নির্বাচনেও জয়ী হবে তৃনমূল দাবি করলেন উত্তম বারিক।এই কেন্দ্র থেকে গত তিনবার সাংসদ নির্বাচিত হয়েছেন শিশির অধিকারী।এই আসনে এবার বিজেপির প্রার্থী হয়েছে শিশির অধিকারীর ছেলে।আর তৃনমূলের প্রার্থী হয়েছেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক।
বৃহস্পতিবার তমলুকে মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তম বারিক বলেন কাঁথি ও তমলুক দুটি আসনেই তৃনমূল প্রার্থী জয়ী হবে।
একই সাথে উত্তম বারিক জানিয়েছেন গত ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কাঁথি কেন্দ্রে তৃনমূল যে ভোটে জয়ী হয়েছিলো,তার থেকে মার্জিন বাড়বে।বলেন আমার প্রতিদ্বন্ধীর রাজনৈতিক চরিত্র সম্পর্কে কাঁথির মানুষ ওয়াকিবহাল।এর সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সাধারন মানুষের বিশ্বাস তাঁকে গতবারের চেয়ে ব্যাবধান বৃদ্ধি করে জয়ী করবে
Author: ekhansangbad
Post Views: ৬৫