কেকা মিত্র :- নাটকের শহর গোবরডাঙ্গার এক অন্যতম প্রাচীন দল নাবিক নাট্যম। ১৯৭৭ সাল থেকে ২০২৪ আজও তারা নিয়মিত থিয়েটার চর্চা করে চলেছে। প্রত্যেক বছরের মতো এবারও তারা পালন করলো তাদের জন্মদিন তথা প্রতিষ্ঠা দিবস। গোবরডাঙ্গা নাবিক নাট্যম পা দিলো ৪৮ বছরে। এ বছর তারা গোবরডাঙ্গার অন্নপূর্ণা প্যালেসে তাদের এই প্রতিষ্ঠা দিবস টি উদযাপন করে। বিশিষ্ঠ অতিথিদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলন ও কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অতিথিদের মধ্যে ছিলেন নির্দেশক প্রদীপ রায় চৌধুরী, শ্যামল দত্ত, অধ্যাপক উমেশ চন্দ্র অধিকারি, বিশিষ্ঠ সংবাদিক পাঁচু গোপাল হাজরা, নাট্যকার কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়,প্রাক্তন পৌরপ্রধান সুভাষ দত্ত ও কাউন্সিলর বাসুদেব কুন্ডু। দলের প্রতিষ্ঠাতা সদস্য সোমনাথ রাহার বক্তব্যে শুরু হয় অনুষ্ঠানটি, সকল আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখেন এবং তারা নাবিক নাট্যমকে এই দীর্ঘ সময়ের থিয়েটার চর্চার জন্য শুভেচ্ছা জানান এবং আগামী দিনে তাদের থিয়েটার চর্চা যাতে আরও সূদূর প্রসারি হয় সেই কামনা করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিলো এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বহু বহিরাগত শিল্পী ও গোবরডাঙ্গার বেশকিছু নাটকের দল মিলে একটি জমজমাট অনুষ্ঠান উপহার দেন দর্শক মহল কে। নাবিক নাট্যম এর সদস্য সৌরজ্যোতি অধিকারির গান দিয়ে শুরু হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বে ছিলো বেশ কিছু আকর্ষণীয় অনুষ্ঠান, ছিলো চাঁদপাড়া অ্যাক্টর নির্দেশক, সুভাষ চক্রবর্ত্তীর ম্যাজিক শো, নৃত্যাল্পনা ড্যান্স গ্রুপের একটি কোলাজ অনুষ্ঠান, ছিলো চিত্তপট নাট্য সংস্থার শ্রুতি নাটক এবং তানিশার নৃত্য, প্রিয়েন্দুশেখর দাসের আবৃত্তি,গোবরডাঙ্গা মৃদঙ্গম এর নৃত্য ও আবৃত্তি, স্বপ্নচর নাট্য সংস্থার নাটকের গান, ছিল গোবরডাঙ্গা নাট্যায়নের শিল্পীদের সঙ্গীতের অনুষ্ঠান। চিরন্তন নাট্য সংস্থার নৃত্য এছাড়াও বহু বহিরাগত শিল্পীদের বিভিন্ন অনুষ্ঠান নিয়ে এক অসাধরণ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছিল গোবরডাঙ্গা নাবিক নাট্যম যা দর্শকমহল বহুদিন মনে রাখবে। বিশেষ উল্লেখযোগ্য নাবিক নাট্যম এর জন্মদিন তথা প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নাটকের শহর গোবরডাঙ্গার প্রত্যেকটি নাট্য দল উপস্থিত হয়েছিল তাদের শুভেচ্ছা জানানোর জন্য। দলের প্রতিষ্ঠাতা সদস্য প্রদীপ কুমার সাহা ও সোমনাথ রাহা সকল নাট্যদল গুলিকে অভিনন্দন জানান এই বিশেষ দিনে তাদের পাশে থিয়েটারের বন্ধু হিসাবে থাকার জন্য। সংস্থার পক্ষ থেকে শর্মিষ্ঠা সাঁধুখার আবৃত্তি, দেবস্মিতা চক্রবর্তী, রাখী বিশ্বাস এর নৃত্য ও পাপিয়া কাহারের কবিতা বিশেষ নজর কাড়ে দর্শকদের।
দলের সভাপতি শ্রাবণী সাহা সকলকে শুভেচ্ছা জানান। সুব্রত কর্মকার, অশোক বিশ্বাস এক বিশেষ ভূমিকা পালন করে অনুষ্ঠানটির পরিচালনায়। দীর্ঘ সময়ের এই অনুষ্ঠানে প্রচুর দর্শকদের উপস্থিতি এই অনুষ্ঠানের সফলতা এনে দিয়েছে।অনুষ্ঠানের শেষ পর্বে সংস্থার সম্পাদক অনিল কুমার মুখার্জী সকলকে শুভচ্ছা জানায় ও অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। সমগ্র অনুষ্ঠানের সঞ্চলনায় ছিলেন অভিনেতা অবিন দত্ত। ভাবনা ও পরিচালনায় ছিলেন নাট্য নির্দেশক এবং অভিনেতা জীবন অধিকারী।