অষ্টাদশ লোকসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলার দুটি কেন্দ্রে বামফ্রন্ট ও কংগ্রেস জোটের প্রার্থীরা মনোনয়ন পেশ করলো পূর্ব মেদিনীপুর জেলা শাসকের দপ্তরে।
তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়ন ব্যানার্জি এবং কাঁথি লোকসভা কেন্দ্রের প্রার্থী উর্বশী ব্যানার্জি ভট্টাচার্যের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে বাম ও কংগ্রেসের পক্ষ থেকে হাজার হাজার মানুষের বিশাল বর্ণাঢ্য মিছিল সকাল সাড়ে দশটায় তমলুকের নিমতৌড়ীর সোনামুই থেকে শুরু হয়।
এই কর্মসূচীতে নেতৃত্বদেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য অনাদি সাহু, জেলা সম্পাদক নিরঞ্জন সিহি, রাজ্য নেতৃত্ব হিমাংশু দাস ,ইব্রাহিম আলী, সিপিআই জেলা সম্পাদক -গৌতম পন্ডা, আর,এস,পির জেলা সম্পাদক সুবল সামন্ত, ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক অশ্বিনী সিনহা, জাতীয় কংগ্রেসের জেলা সভাপতি মানস কর মহাপাত্র, দীপক দাস, শিউ মাইতি, বিশিষ্ট অভিনেতা বিমল শঙ্কর চক্রবর্তী সহ বামফ্রন্ট ও কংগ্রেসের জেলার নেতৃত্ব গন।