Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফুলেশ্বর গ্রামে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির

ফেয়ার ফিল্ড এক্সেলেন্স এর ব্যবস্থাপনায় ও ফুলেশ্বর প্রগতি সংঘের উদ্যোগে এবং ইমামী ফাউন্ডেশন ও মেদিনীপুর স্ক্যান সেন্টার প্রাইভেট লিমিটেড এর সহযোগিতায় কাঁথি দেশপ্রাণ ব্লকের ফুলেশ্বর গ্রামে  আজ বড় ধরণের একটি স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে মেডিসিন  ও চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারা রোগী দেখেন।সেই সঙ্গে দুঃস্থ মানুষদের হাতে বিনা মূল্যে ঔষধ তুলে দেওয়া হয়। এছাড়া সম্পূর্ণ বিনা মূল্যে রোগীদের সুগার, হিমোগ্লোবিন ,ই.সি.জি ও আরো কয়েকটি পরীক্ষা করা হয়। মেডিসিন বিভাগে ১০৮ জন,চক্ষু বিভাগে ১২২ জন মানুষ পরিষেবা গ্রহণ করেন। শতাধিক মানুষ রক্তের বিভিন্ন পরীক্ষা করেন, ই.সি.জি করা হয় ৪২ জনের। এই শিবিরের উদ্বোধন করেন  ডাঃ অজয় ভার্মা। উপস্থিত ছিলেন ফেয়ার ফিল্ড এক্সলেন্স এর সম্পাদক সনাতন জানা,কার্যকরী কমিটির সদস্য সুনীল দাস, সৌরভ মন্ডল,শান্তনু বেরা,বিজয় বেরা প্রমুখ।প্রগতি সংঘের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি সোমনাথ মাইতি,সম্পাদক রাজেশ মাইতি,প্রসেনজিৎ মাইতি,চন্দন রাউৎ, সুখদেব রাউৎ,জয়দেব দাস,পার্থ বেরা প্রমুখ।

ফেয়ার ফিল্ড এক্সেলেন্স এর সম্পাদক সনাতন জানা বলেন,”এই শিবিরটি সফল করতে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের ধন্যবাদ জানাই। বিশেষ কৃতজ্ঞতা জানাই ইমামী ফাউন্ডেশন ও মেদিনীপুর স্ক্যান সেন্টার প্রাইভেট লিমিটেড কে।” সভাপতি তেহেরান হোসেন বলেন,” শিক্ষা ও স্বাস্থ্য- মূলতঃ এই দুটি ক্ষেত্রে আমরা গুরুত্ব সহকারে কাজ করে চলেছি।অভাবী মেধাবীদের স্কলারশিপ প্রদান,শিক্ষা সামগ্রী প্রদান,পাঠ্য পুস্তক প্রদান,ফ্রীতে লাইব্রেরি ব্যবহারের সুযোগ প্রদান যেমন আমরা করছি তেমনি নিয়মিত রক্তদান শিবির বা স্বাস্থ্য পরীক্ষা শিবির আমরা করে চলেছি। আগামী ৮ মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবসের দিন দারুয়াতে একটি বড় মাপের রক্তদান শিবির ও স্বাস্থ্য শিবির আমরা করতে চলেছি।”

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read