এবার থেকে কাঁথি শহরে সর্বভারতীয় নেট (মেডিকেল প্রবেশিকা) পরীক্ষা হবে। সূত্রের খবর কাঁথি শহরে মাউন্ট লিটেরা জী স্কুলে নিট পরীক্ষা কেন্দ্র করা হয়েছে। এই কেন্দ্রে প্রায় ৭৫০ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসবে বলে জানা গেছে। রাত পোহালেই রবিবার নিট পরীক্ষার ।
মাউন্ট লিটেরা জী স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন চূড়ান্ত পর্বের প্রস্তুতি চলছে। এর আগে এই পরীক্ষা গ্রহণ কেন্দ্র কাঁথিতে ছিল না। এবার থেকে কাঁথিতে হবে বলে জানা গেছে। সর্বভারতীয় ক্ষেত্রে এই পরীক্ষায় ২৫ লক্ষাধিক পরীক্ষার্থী পরীক্ষায় বসবে বলে সূত্র মারফত জানা গেছে। কাঁথিতেই কেন্দ্র হওয়ায় কাঁথি সহ পার্শ্ববর্তী এলাকার পরীক্ষার্থীরা খুশি বলে জানা গেছে।
Author: ekhansangbad
Post Views: ৯১