তীব্র গরমের হাত থেকে স্বস্তি দিতে বিশেষ উদ্যোগ নিল কাঁথি ট্রাফিক বিভাগ। ট্রাফিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সঞ্জীব পয়ড়্যা জানিয়েছেন কাঁথি শহরের দীঘা বাইপাস, খরগোপুর বাইপাস ও মেছোদা বাইপাসে কর্মরত ট্রাফিক কর্মীদের ঠান্ডা জল, ওআরএস, গ্লুকোজ ইত্যাদি দেওয়া হয়।
পাশাপাশি বাস,লরি, টোটো, অটো, ট্রেকার, গাড়ির চালক হেল্পার এবং যাত্রীদের গ্লুকোজ ও ওআরএস মিশ্রিত জল দেওয়া হয়। পাশাপাশি পথ চলতি মানুষ যাত্রীদেরও দেওয়া হয়। কাঁথি ট্রাফিক বিভাগের এই উদ্যোগকে অভিনন্দন জানিয়েছেন সাধারণ মানুষ।
Author: ekhansangbad
Post Views: ৮৬