মহিষাদলের বিভিন্ন এলাকায় সাইকেল চড়ে প্রচার করলেন তমলুক লোকসভা কেন্দ্রের তৃনমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য।এর মধ্যেই চকদ্বারিবেড়া অঞ্চলের বিজেপি মন্ডল সভাপতি সহ একাধিক বিজেপি নেতৃত্ব যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে দেবাংশুর হাত ধরে।
পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্র ২০০৯ সাল থেকে তৃনমূলের দখলে।গত তিনবার এই আসনে তৃনমূলের টিকিটে প্রথমে শুভেন্দু অধিকারী ও পরে তাঁর ভাই দিব্যেন্দু অধিকারী সাংসদ নির্বাচিত হয়েছেন।তবে ২০২০ সালের ১৯ ডিসেম্বরের পর থেকে ধীরে ধীরে পুরো অধিকারী পরিবার বিজেপিতে যোগদান করেছে।এবার তমলুক আসনে প্রার্থী তৃনমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য।বিজেপির প্রার্থী অভিজিৎ গাঙ্গুলী।
শুক্রবার মহিষাদলের বিভিন্ন এলাকায় সাইকেলে চড়ে প্রচার চালায় দেবাংশু ভট্টাচার্য।সাধারন মানুষদের সাথে কথা বলেন দেবাংশু।তৃনমূল প্রার্থী জানিয়েছে প্রচারের পাশাপাশি মানুষের আরো কাছাকাছি আসতে এবং এলাকার বর্তমান পরিস্থিতি সরজমিনে দেখতেই সাইকেলে প্রচার।