তীব্র গরমের হাত থেকে পড়ুয়াদের রক্ষা করতে কৃত্রিম উপায়ে বৃষ্টির সৃষ্টি করে স্বস্তি দিল বিদ্যালয়ের কর্তৃপক্ষ। এমনই ঘটনা ঘটিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ১ ব্লকের সোনপুর আনন্দ নিকেতন নার্সারি স্কুলের প্রধান শিক্ষক গোপালকৃষ্ণ শাসমল।
তীব্র গরমের কারণে সরকারি সমস্ত স্কুল সহ শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করেছে। পাশাপাশি বেসরকারি স্কুল গুলোকেও ছুটি দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিল রাজ্য শিক্ষা দপ্তর এবং মুখ্যমন্ত্রী। তীব্র গরমের হাত থেকে ছাত্র-ছাত্রীদের রক্ষা করার জন্য এই কৃত্রিম বৃষ্টি সৃষ্টি করা হয়েছে বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপালকৃষ্ণ বাবু জানিয়েছেন। এই ঘটনায় ছাত্র-ছাত্রী থেকে অভিভাবক অভিভাবিকা শুভানুধ্যায়ীগণ খুশি বলে জানা গেছে।
Author: ekhansangbad
Post Views: ৮৫