আসন্ন অষ্টাদশ লোকসভা নির্বাচনে তমলুক কেন্দ্রে এস ইউ সি আই দলের প্রার্থী নারায়ণ চন্দ্র নায়কের সমর্থনে আজ সন্ধ্যায় কোলাঘাটের জঁফুলিতে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির বিরুদ্ধে,সাম্প্রদায়িকতা ও সীমাহীন দুর্নীতির প্রতিবাদে সভায় সোচ্চার হন। এছাড়াও এলাকার জলনিকাশীর উন্নয়নে সমস্ত খাল ও স্লুইসগেটগুলি সংস্কার, বিদ্যুতের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ও স্মার্ট মিটার চালুর প্রতিবাদে,জেলার সার্বিক উন্নয়নের দাবিতে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন,দলের পূর্ব মেদিনীপুর জেলা উত্তর সাংগঠনিক কমিটির জেলা সম্পাদক মন্ডলীর সদস্য তথা লোকসভার প্রার্থী নারায়ণ চন্দ্র নায়ক ও জেলা নেতা মধুসূদন বেরা প্রমুখ। বক্তারা গণ আন্দোলনের শক্তিকে জয়যুক্ত করার আহ্বান জানান।
এছাড়াও প্রার্থীর সমর্থনে আজ সকালে তমলুকের খঞ্চি বাজারে এক পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়।