তমলুকের হাসপাতাল মোড়ে ধর্না মঞ্চে আহত দুই চাকরিহারা শিক্ষক কর্মীকে হাসপাতালে দেখতে গেলেন তমলুক শহর তৃণমূলের সভাপতি চঞ্চল খাঁড়া, তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান চিত্তরঞ্জন মাইতি সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।
অভিযোগ আজ দুপুর নাগাদ বিজেপির মিছিল এসে হাসপাতাল মোড়ে চাকরিহারা শিক্ষকদের ধর্না মঞ্চে ইট পাটকেল এবং জুতো ছুড়ে বলে তৃণমূল শিক্ষক সংগঠনের দাবি। সৃষ্টি হয় উত্তেজনা। অভিযোগ ইটের ঘায়ে দুজন শিক্ষক গুরুতর আহত হয়। তড়িঘড়ি তাদের তাম্রলিপ্ত মেডিকেল কলেজে ভর্তি করা হয়। তাদের চিকিৎসা চলছে। তাদের সঙ্গে তৃণমূল নেতৃত্ব দেখা করে সমস্ত কিছু জানলেন এবং চিকিৎসার গতিপ্রকৃতি খোঁজখবর নিলেন। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তারা।
Author: ekhansangbad
Post Views: ৫৮