সঙ্গীতাচার্য প্রয়াত অনিল রায় চৌধুরী এবং প্রয়াত রাজীব গোয়েঙ্কার স্মরণে সাংস্কৃতিক সংগঠন “বিস্তার” এর উদ্যোগে ডঃ ত্রিগুণা সেন অডিটোরিয়ামে একটি দুদিনের ৪৫ তম সর্বভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলনের আয়োজন করা হয় ।
অনুষ্ঠানে কথক নৃত্য গুরু অঞ্জু ভট্টাচার্যের শিষ্য কৌশানি কুন্ডু কৃষ্ণের মাখন চোরিতে নৃত্য পরিবেশন করে দর্শকদের বিমোহিত করেন।
অনুষ্ঠানে পল্লবী নন্দী, শুভন কর, অর্ক রায়, শৌনক রায় এবং অনির্বাণ ব্যানার্জী (সরোদ বাদন ), দ্বৈপায়ন দাশগুপ্ত, আদিত্য চৌধুরী, অঞ্জন সাহা (সেতার বাদন ), স্বর্ণভা কর্মকার (তবলা বাদন ), পন্ডিত সন্তোষ কুমার নাহার (বেহালা বাদন ) এবং কবির শ্রেয় (খেয়াল ) । উপস্থাপনা করেন। বিস্তার সংস্থার প্রশিক্ষণার্থীদের দলগত বাদ্যযন্ত্রের অনুষ্ঠানটি দর্শকদের কাছে অত্যন্ত প্রশংসিত হয়।
Author: ekhansangbad
Post Views: ৬০