বাম শিক্ষক সংগঠনের যৌথ উদ্যোগে শিক্ষা কনভেনশন হলো কাঁথি শহরে কাঁথি টাউনহলে রবিবার বিকালে। শিক্ষা কনভেনশনে আলোচ্য বিষয় ছিল “আক্রান্ত সংবিধান, বিপন্ন শিক্ষা আমাদের কাজ “।কনভেনশনের আয়োজন করে নিখিল বঙ্গ শিক্ষক সমিতি, নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি, প্রগতিশীল অধ্যাপক সমিতি যৌথভাবে। এদিনের আলোচনার বিষয়বস্তুর উপর মুখ্য আলোচক যাদবপুর বিশ্ববিদ্যালয় এর অধ্যাপক আব্দুল কাফি। সংবিধানের বিষয়বস্তু তুলে ধরে কিভাবে বিপন্নতার দিকে এগোচ্ছে তা সুনিপুণ বক্তব্যে তুলে ধরেন। মানুষকে ভুল বুঝিয়ে কিভাবে তার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে সেই বিষয়ে আলোকপাত করেন।
শুধু তাই নয় পাশাপাশি শিক্ষার বেসরকারিকরণ পদ্ধতির তির্যক সমালোচনা করেন। এছাড়াও তিনি ২৬,০০০ চাকরি বাতিল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং যোগ্যদের চাকরির দাবি জানান। কিভাবে মানুষের প্রতিবাদের ভাষা কেড়ে নেওয়া হচ্ছে তাও ব্যাখ্যা করেন। তিনি বলেন রাষ্ট্রের সমালোচনা করলেই রাষ্ট্রবিরোধী আখ্যায় দিয়ে জেলে পুরে দেওয়া হচ্ছে প্রতিবাদী মানুষজনদের। এই প্রেক্ষাপটে শিক্ষকদের ভূমিকা কি হওয়া উচিত সে ব্যাপারেও বলেন। এদিনের সভায় সভাপতিত্ব করেন নিখিলবঙ্গ শিক্ষক সমিতির কাঁথি মহকুমা শাখার সভাপতি চন্দন দাস। এছাড়া উপস্থিত ছিলেন নিখিল বঙ্গ শিক্ষক সমিতির জেলা সভাপতি অসীম কুমার মাইতি, জেলা সম্পাদক রানা ভট্টাচার্য, নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সম্পাদক অসীম গোস্বামী, উপস্থিত ছিলেন নিখিল বঙ্গ শিক্ষক সমিতির কাঁথি মহকুমা শাখা সম্পাদক দীপক প্রধান, নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির কাঁথি মহকুমা শাখা সম্পাদক চিত্তরঞ্জন পাত্র এবং প্রগতিশীল অধ্যাপক সমিতির কাঁথি মহাকুমা শাখার সম্পাদক অধ্যাপক অরুণ দাস সহ বিশিষ্টজন। এই সভায় দেরিতে হলেও উপস্থিত হন কাঁথি লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেসের জোটের কংগ্রেস প্রার্থী ঊর্বশী ব্যানার্জি ভট্টাচার্য।