পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট সমর্থিত জাতীয় কংগ্রেসের প্রার্থী ঊর্বশী ব্যানার্জির সমর্থনে খেজুরি বিধানসভা এলাকায় সকালে বীরবন্দর বাজারে এবং জেলা কংগ্রেসের সভাপতি মানস করমহাপাত্র ও সিপিএমের রাজ্য কমিটির সদস্য সত্যরঞ্জন দাসের উপস্থিতিতে বিকেলে কুঞ্জপুরে, সন্ধ্যায় হেঁড়িয়া বাজারে মিছিল ও সভা হয়।
দীর্ঘ কয়েক বছর খেজুরীকে যে সন্ত্রাসের বদ্ধভূমিতে পরিণত করেছে তৃণমূল কংগ্রেস। সে জায়গায় তৃণমূলকে খতম করার নামে এবং নিজের ক্ষমতা কায়েম করার জন্য বিজেপি যেভাবে খেজুরীর মানুষকে ভুল বুঝিয়ে যাচ্ছে, ঐ দুইদলের সেটিং সম্পর্কে মানুষের ভুল ভাঙছে।
বাম ও কংগ্রেস নেতাদের দাবি খেজুরীতে বিজেপি ও তৃণমূল উভয়ের উপর মানুষজন বীতশ্রদ্ধ। সন্ত্রাস কবলিত খেজুরির বীরবন্দরের বাসিন্দারা তৃনমূল ও বিজেপির হুমকি ভয় ভীতি কাটিয়ে কংগ্রেস প্রার্থী ঊর্বশী ব্যানার্জির সঙ্গে বীরবন্দর বাজার এলাকায় প্রচার কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
নেতৃত্বে বামফ্রন্ট ও কংগ্রেসের নেতৃত্বদের মধ্যে উপস্থিত ছিলেন শিউ মাইতি, সমীরেন্দ্রনাথ কলা , মনোরঞ্জন জানা, গোকুল ঘোড়াই,বিশ্বজিৎ পানিগ্রাহী,জাহারাজ আলি, সুনীল শীট,নিরাপদ দাস,শেখ মোস্তাক, গৌরী জানা, অমিয় আচার্য, মতিউর রহমান, শেখ আব্বাস সহ নেতৃত্বগন।