পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুকের তন্নিষ্ঠা দাস উচ্চমাধ্যমিকে রাজ্যের মেধা তালিকায় দশম স্থান অধিকার করেছে। তমলুক শহরের এই মেয়ে মাধ্যমিকেও দশম স্থান অধিকার করেছিল।
তমলুকের বাসিন্দা হলেও কলকাতার যোধপুর পার্কের পাথফাইন্ডার হায়ার সেকেন্ডারী পাবলিক স্কুল থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিলো তন্নিষ্ঠা দাস।
কৃতি এই ছাত্রীর উচ্চমাধ্যমিকে প্রাপ্ত নাম্বার ৪৮৭।তমলুকের বাড়িতে বাবা-মা সহ পরিবারের অন্যান্য সদস্যরা তন্নিষ্ঠার ভালো রেজাল্টের জন্য সিবাইকে মিষ্টি খাইয়েছেন।
তমলুক শহরে বাড়ি হলেও গত দু’বছর ধরে কলকাতার হোস্টেলে থেকে পড়াশোনা করা, বাবা মাকে ছেড়ে প্রথমে একটু অসুবিধা হলেও পরবর্তী ক্ষেত্রে পড়াশুনা করতে কোন অসুবিধা হয়নি। সঙ্গে তার জমজ বোন উপনিতা দাসও থাকত। উপনিতা দাস মাধ্যমিকের দিদির থেকে ৪ নাম্বার কম পেয়েছিল, প্রাপ্ত নম্বর ছিল ৬৮০। এবারে তন্নিষ্ঠার বোন উপনিতার এখনো রেজাল্ট জানা যায়নি তবে ভালই হবে এমনটাই জানালেন পরিবারের সদস্যরা। আগামী দিনে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বে এমনটাই জানালেন তন্নিষ্ঠা দাস।