কলকাতা উচ্চ আদালতের প্রাক্তন বিচারক তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলীর আশংকা এবার তাঁর উপরে স্ট্রিং ভিডিও প্রকাশ পেতে চলেছে ! তমলুকের বিজেপি প্রার্থীর আরো আশংবা শুধু তিনি নন,স্ট্রিং ভিডিও প্রকাশ পেতে পারে কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌম্যেন্দু অধিকারীরও ! উল্লেখ্য সৌম্যেন্দু অধিকারী সম্পর্কে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই।
শুধু আশংকা প্রকাশ করেই থেমে থাকেন নি তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলীর দাবি খুব শীঘ্রই প্রকাশ্যে আসতে চলা সেই ভিডিও গুলো “ফেক” ।বুধবার রীতিমত সাংবাদিক বৈঠক করে এই দাবি করেছেন অভিজিৎ।
বলেন সন্দেশখালির উপর সম্প্রতি প্রকাশ পাওয়া স্ট্রিং অপারেশানের ফেক ভিডিওর মত প্রকাশ না পাওয়া সেই ভিডিও গুলোও ফেক।
অভিজিৎ গাঙ্গুলী দাবি করেন নির্বাচনের আগে বিভ্রান্তি ছড়াতেই নাকি এমন ভিডিও প্রকাশ করা হবে।এই বিষয়ে তাঁদের কাছে সুনির্দিষ্ট তথ্য আছে।বলেন ভিডিও গুলো দেখার পরে বিভ্রান্ত না হয়ে তাঁদের সাথে যোগাযোগ করলেই তাঁরা বুঝিয়ে দেবেন কেন এই ভিডিও গুলো ফেক বা জাল!
এর পাশাপাশি সাংবাদিক বৈঠকে অভিজিৎ গাঙ্গুলি অভিযোগ করেছেন হলদিয়ার বিভিন্ন কল-কারখানায় শ্রমিকদের তৃণমূলের ওয়ার্ড সভাপতি কিংবা অঞ্চল সভাপতির কাছ থেকে চিঠি নিয়ে আসতে বাধ্য করা হচ্ছে, তারা তৃণমূল করে বলে। এই নিয়ে নির্বাচন কমিশনে জানানো হয়েছে। আইনি পদক্ষেপ গ্রহন করার কথা বলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
একই সাথে অভিজিৎ বলেন কিছু সংখ্যালঘু এলাকায় তৃণমূল ১০০শতাংশ ভোট করার জন্য উঠে পড়ে লেগেছে। ঐ সব এলাকার ভোটারদের বলবো নিজেদের ভোট নিজেরাই দিন,যাইকেই দিন না কেনো। ছাপ্পা করতে এলে প্রশাসন যাতে কঠোর ব্যাবস্থা নেয় তার দাবি করা হয়েছে বলেন অভিজিৎ গাঙ্গুলির।