পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ৩ ব্লকের মারিশদা সংলগ্ন এলাকায় পেট্রোল পাম্প এর কাছে পুকুরে ভাসতে দেখা যায় অজ্ঞাত পরিচয় পচাগলা এক মৃতদেহ। সকালে স্থানীয়রা দেখতে পেয়ে স্থানীয় মারিশদা থানায় খবর দেন।ঘরের ভিতরেও সনাক্ত হয়।
মারিশদা থানার পুলিশ এসে এই লাশটিকে উদ্ধার করেছে বলে পুলিশ সূত্রে জানা যায়। স্থানীয় সূত্রে খবর নাড়ু নামে বছর চল্লিশ এর এক যুবক মারিশদাতে শশুর পরেশ দে র বাড়িতে থাকতেন। নাড়ু গত কয়েকদিন ধরে নিখোঁজ ছিলে। আজ তার মৃতদেহ পুকুরে ভাসতে দেখা যাওয়ায়।এই ঘটনাকে ঘিরে মারিশদা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। এটা খুন নাকি নিছক দুর্ঘটনা এই নিয়ে মারিশদা থানা ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। লোকসভা নির্বাচনের আগে এই ধরনের রহস্যময় মৃতদেহ উদ্ধার ঘিরে সরগোল পড়ে গিয়েছে এলাকায়।
Author: ekhansangbad
Post Views: ৮২