পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি বামফ্রন্ট -কংগ্রেসের জোট প্রার্থী ঊর্বশী ভট্টাচার্যের সমর্থনে মিছিল করলেন জোট কর্মীরা।
নন্দকুমার – দিঘা ১১৬ বি জাতীয় সড়কের কাঁথি-৩ ব্লকের মারিশদা থেকে নাচিন্দা বাজার পর্যন্ত বিশাল মিছিল করেন বাম ও কংগ্রেসের কর্মীরা।
মিচজিল থেকেই রাস্তার দু’দিকে স্থানীয়দের সঙ্গে সর্ম্পক স্থাপন করেন কংগ্রেস প্রার্থী ঊর্বশী ভট্টাচার্য। প্রার্থী ছাড়াও এদিন মিছিলে নেতৃত্ব দেন সিপিএমের রাজ্য কমিটির সদস্য হিমাংশু দাস, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য আশীষ প্রামাণিক, জেলা কংগ্রেস সভাপতি মানস কর মহাপাত্র প্রমুখ।
Author: ekhansangbad
Post Views: ৫৭