পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌম্যেন্দু অধিকারীর মিছিলের আগে বোমা ছোড়ার অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে ভগবানপুরে।আন্দোলনে নেমেছে বিজেপি কর্মী-সমর্থকেরা।অভিযোগ উড়িয়েছে তৃনমূল।
বৃহস্পতিবার ভগবানপুর দুই ব্লকের আড়গোয়াল থেকে ইটাবেড়িয়া যাওয়ার সময় সৌমেন্দু অধিকারীর রোড শোর অদূরে রাস্তায় বোমা ছোড়ার অভিযোগ ওঠে। তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা এমন ঘটনা ঘটিয়েছে বলেই অভিযোগ পদ্ম শিবিরের । এর জেরে এলাকা যথেষ্ট উত্তেজনা রয়েছে। বোমাবাজীর প্রতিবাদে রাস্তায় কাঠ ফেলে অবরোধ করেন বিজেপির কর্মী সমর্থকরা। যদিও সব ঘটনার দায় অস্বীকার করেছে তৃণমূল।
কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী বলেন আসলে তৃণমূল ভয় পেয়েই এই ধরনের ঘটনা ঘটাচ্ছে।নির্বাচন কমিশনকে অবিলম্বে এর জন্য পদক্ষেপ করা উচিত।
তৃনমূল দাবি করেছে এই ঘটনার সাথে তারা কোন ভাবে যুক্ত নয়।প্রচার পেতে অভিযোগ করছে বিজেপি