পূর্ব মেদিনীপুরের খেজুরি ২ ব্লকের বারাতলা অঞ্চলে ফের বিজেপিতে ভাঙ্গন। স্থানীয় কয়েকটি বিজেপি পরিবারের সদস্যরা বিজেপি ছেড়ে এদিন শাসক দল তৃনমূলে যোগদান করলেন।বিজেপির স্থানীয় নেতৃত্ব জানিয়েছেন তাদের দলের কোনো সদস্য বা কোন কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেনি।এটা তৃণমূলের আইওয়াস মাত্র। দলের কোন ক্ষতি হবে না।
তৃনমূল সুত্রে জানা গেছে খেজুরি ২ ব্লক অফিসে দলের কর্মীসভায় স্থানীয় বিজেপি পরিবারের সদস্যরা তৃনমূলে যোগদান করেন। তৃনমূলের খেজুরী ২ ব্লক সভাপতি সমুদ্ভব দাস এদের হাতে পতাকা তুলে দেন। এই কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান পার্থ সারথী দাস, উপপ্রধান সম্পা মন্ডল, পঞ্চায়েত সমিতির সদস্য বৃহস্পতি মন্ডল, অপর্না দাস প্রমুখরা উপস্থিত ছিলেন
Author: ekhansangbad
Post Views: ৫৮