কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌম্যেন্দু অধিকারীর সমর্থনে মিছিল চলাকালীন পটাশপুরের চক্রশুল বাজারে আচমকা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে হামলা চালালো বিজেপির কর্মীরা।
প্রচারের নামে বিজেপি এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরীর চক্রান্ত করেছে বলে অভিযোগ শাসক দলের । এর প্রতিবাদে খড়াই-হেঁড়িয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেস।প্রায় ১ ঘন্টা ধরে অবরোধ চলে ।পরে প্রতিবাদ মিছিল করে তৃণমূল কংগ্রেস কর্মীরা।
তৃণমূল কংগ্রেস এর অভিযোগ আজ বিজেপি একটি বাইক মিছিল ছিল ।সেই মিছিল থেকে অর্তকিত ভাবে তৃণমূল কর্মীদের দোকান ভাঙ্গচুর করাছয় ও কর্মীদের মারধর করে বিজেপি ।এমন কি পটাশপুর থানা সংলগ্ন চক্রশুল চৌরাস্তা মোড়ে থাকা তৃণমূল কংগ্রেস এর কার্যালয়ে বিজেপির বাইক বাহিনী ভাঙ্গচুর চালায় বলে অভিযোগ।
বিজেপির এই হামলার প্রতিবাদে প্রথ অবরোধ সহ প্রতিবাদ করে তৃণমূল কংগ্রেস ।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলার মুখপাত্র অপরেস সাঁতরা, পটাশপুর ২ ব্লক তৃণমূল সভাপতি মানস রায়, আড়গোয়াল গ্রাম পঞ্চায়েত প্রধান মালেক আলি, মথুরা অঞ্চল তৃণমূল সভাপতি বরুণ গিরি।