আগে রাজ্যপালকে সামলাও তারপর সন্দেশখালি নিয়ে বলবে।রামনগরে দলীয় সভা থেকে নরেন্দ্র মোদী-অমিত শাহদের পরামর্শ দিলেন রাজ্যের কারাগার মন্ত্রী অখিল গিরি।
শুক্রবার রামনগরে কাঁথি লোকসভা কেন্দ্রের তৃনমূল প্রার্থী উত্তম বারিকের সমর্থনে এক সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি।ছিলেন প্রার্থী উত্তম বারিকও।
সেখানেই অখিল গিরি বলেন, সুন্দরী মহিলার লোভ সামলাতে পারেনি রাজ্যপাল ।গরমে মাথা খারাপ হয়ে গেছে।তাই তার কাছে কাজ করে এক মহিলার সাথে অসভ্য ব্যবহার করেছে। রাজ্যপালকে কটাক্ষ করে অখিল বলেন এতই যদি মহিলার লোভ লাগে তাহলে উত্তর ভারতে যা। এখানে কেনো এমন করছিস। এসব নরেন্দ্র মোদি দেখতে পারছে না? নরেন্দ্র মোদী – অমিত শাহদের পরামর্শ দিয়ে বলেছেন আগে রাজ্যপালকে সামলান তারপর সন্দেশখালি নিয়ে বলবেন।
অখিল গিরি বলেন বিজেপি নেতারা বলছে ৩৫টা সীট পাবে।আসলে হয় তারা ৩টা পাবে,না হলে ৫টা পাবে। ৩টা না ৫টা সেই নিয়ে সংশয়ে থাকায় ৩৫টা ৩৫টা করছে বলে দাবি অখিল গিরির