লোকসভা নির্বাচনের একেবারে প্রাক মুহুর্তে রাজ্যের শাসক দল তৃণমূলকে বড় ধাক্কা দিলো প্রধান বিরোধী দল বিজেপি। তৃনমূল ছেড়ে ফের বিজেপিতে যোগ দিলেন খেজুরি-২ পঞ্চায়েত সমিতির সভাপতি উদয়শঙ্কর মাইতি। শুক্রবার সন্ধ্যায় খেজুরির হলুদবাড়িতে বিজেপির এক সভায় তৃণমূল ছেড়ে তিনি বিজেপিতে যোগ দেন। যদিও তৃণমূল এই যোগদান নিয়ে খুব একটা গুরুত্ব দিচ্ছে না।
গত পঞ্চায়েত ভোটে বিজেপির টিকিটে জয়ী হন উদয়শঙ্কর মাইতি।সমিতিতে ১৫টি আসন। এরমধ্যে বিজেপির ৯টি, তৃণমূলের ৬টি।স্থানীয় সুত্রে জানা গেছে পঞ্চায়েত সমিতির সভাপতি নিয়ে বিজেপির মধ্যে মতানৈক্যের জেরে পরে তৃণমূলে যোগ দিয়ে খেজুরি-২ পঞ্চায়েত সমিতির সভাপতি পদে বসেন উদয়। লোকসভা ভোটের মুখে সেই উদয়ের ফের বিজেপিতে।
জানা গেছে আগামী সপ্তাহে দলে তাঁকে যোগদান করাবে বিজেপি নেতৃত্ব।শুক্রবার হলুদবাড়িতে দলীয় কর্মীদের হাত থেকে পদ্মফুল ও পতাকা হাতে নিয়ে ফিরে এসেছেন উদয়শঙ্কর মাইতি।
সোস্যাল মিডিয়ায় তাঁর বিজেপিতে ফিরে আসার ভিডিও ছেড়ে তিনি দাবি করেছেন সামান্য মনোমালিন্যের জেরে ভুল বুঝাবুঝির জন্যে তিনি তৃনমূলে চলে গিয়েছিলেন।তবে নিজের ভুও বুঝতে পেরে তিনি আবার বিজেপিতে ফিরে এলেন