করোনা ভ্যাকসিনের ফাঁদ পেতে অভিনব কায়দায় প্রতারণা চক্র সক্রিয় হয়ে উঠল। এই বিষয়ে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় মাইকিং করে সতর্ক করলো সাধারণ মানুষকে। সূত্রের খবর মোবাইল ফোনে ফোন করে বলা হয় স্বাস্থ্য দপ্তর থেকে ফোন করছে।স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে জানতে চাওয়া হয় করোনা ভ্যাকসিন নিয়েছেন কিনা প্রশ্ন করা হয়। বলা হয় ভ্যাকসিন নিয়ে থাকলে এক নম্বর এবং না নিয়ে থাকলে দুই নম্বর বোতাম টিপুন। যদি কেউ এই বোতাম টিপেন তাহলে মোবাইলের সমস্ত রকম তথ্য এই প্রতারকদের হাতে চলে যাবে।
শুধু তাই নয় ব্যাংকের একাউন্ট নম্বর ও চলে যাবে। কিছুক্ষণ পরে দেখা যাবে আপনাকে সর্বস্বান্ত করে নিয়েছে। সতর্ক করা হচ্ছে এই ধরনের কোন ফোন এলে ফোনটি কেটে দেবেন। তা না হলে আপনি সর্ব শান্ত হবেন। এভাবে অভিনব কৌশলে প্রতারণা চক্র সক্রিয় হয়ে উঠেছে।