প্রদীপ কুমার সিংহ :- বারুইপুর ভাই ভাই সংঘের পরিচালনায় সকালে সংঘ ভবনে রক্তদান শিবির হয়। সেই সঙ্গে সংঘ ভবনে গণ দর্পণ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা দেহদান ও অঙ্গদানের একটি কর্মসূচি হয়।
বারুইপুর মহাকুমা হাসপাতালে ব্লাড ব্যাংকের সহযোগিতায় এই রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বরুইপুর পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার স্বপন মন্ডল ও বারুইপুর পৌরসভা ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সংগীতা মন্ডল কয়াল। মহিলা ও পুরুষ মিলে মোট ৫০ জন রক্তদান করে। প্রত্যেক রক্তদাতা কে একটি করে গাছ উপহার দেয়া হয়।
অঙ্গ ও দেহদান এই কর্মসূচিতে মোট ১০ জন ব্যক্তি স্বেচ্ছায় অঙ্গ ও দেহ দান করে। আরো প্রায় ১২ জন মানুষ অঙ্গ দেহ দানের জন্য ফরম নিয়ে গেছে বলে জানা গেছে।
Author: ekhansangbad
Post Views: ৪৬