মেদিনীপুর লোকসভার তৃণমূল প্রার্থী জুন মালিয়ার সমর্থনে বর্ধিত সভার আয়োজন করা হয়। সোমবার রাতে পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নম্বর ব্লকের জেড়থান ৫৪ নম্বর এবং আলংগিরি ১৪৮ নম্বর বুথে এই সভা হয়েছে। তৃণমূল সূত্রের খবর, আগামী ২৫ মে ষষ্ঠ দফার লোকসভা ভোটে মেদিনীপুরের তৃণমূল প্রার্থী জুন মালিয়াকে জেড়থান গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে অধিক সং্খ্যক লিড দিতে হবে। পাশাপাশি এলাকার মানুষের কাছে তৃণমূল সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরতে হবে।
তাই আপনারা তৃণমূলকে ভোট দিন এবং এলাকার উন্নয়নটা বুঝে নিন। এদিনের সভায় উপস্থিত ছিলেন দলের ব্লক তৃণমূলের সহ-সভাপতি সত্য চক্রবর্তী, জেড়থান অঞ্চল তৃণমূল সভাপতি শান্তনু মাইতি, দলের অঞ্চল যুব তৃণমূল সভাপতি বিশ্বজিৎ বেরা, ব্লকের কর্মাধ্যক্ষ শেখ জামসেদ আলি খান, ব্লক সং্খ্যালঘু সেলের সভাপতি আইয়ুব খান, জেড়থান গ্রাম পঞ্চায়েতের প্রধান মঞ্জু বেরা, স্থানীয় এলাকার পঞ্চায়েত সদস্য হরেকৃষ্ণ পাল ও মমতা সাউ মাইতি, ব্লকের কর্মাধ্যক্ষ মিনতি নায়ক, সব্যসাচী দাস, গৌতম পন্ডা, যোগেন্দ্রনাথ শীট প্রমুখ। এদিনের দু’টি সভায় শতাধিক তৃণমূল কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।