Select Language

[gtranslate]
৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পূর্ব মেদিনীপুরে এক দিনে দুটি জনসভা ও পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী

পূর্ব মেদিনীপুরে এক দিনে দুটি জনসভা ও একটা পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মাঝে আর মাত্র ৪৮ ঘন্টা।স্বাভাবিক কারনে প্রশাসন ও তৃনমূল নেতৃত্বদের মধ্যে ব্যাস্ততা তুঙ্গে ।

আগামী ১৬ মে অর্থাৎ বৃহস্পতিবার হেলিকপ্টারে করে শিল্পনগরী হলদিয়ায় পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তমলুক লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে হলদিয়াতে একটি জনসভা করবেন। সেখান থেকে হেলিকপ্টারে করে কাঁথি পৌঁছবেন মমতা । কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী উত্তম বারিকের সমর্থনে কাঁথি শহরে পদযাত্রা করবেন তিনি। এরপর মেদিনীপুর কেন্দ্রের প্রার্থী জুন মালিয়ার সমর্থনে এগরায় একটি জনসভা রয়েছে মুখ্যমন্ত্রীর।

তবে গত কয়েক দিন ধরে শোনা যাচ্ছিলো তমলুকের তৃণমূল প্রার্থী  দেবাংশু ভট্টাচার্য এবং কাঁথির তৃণমূল প্রার্থী উত্তম বারিকের সমর্থনে প্রচার চালাতেই পূর্ব মেদিনীপুরে আসছেন মমতা। ১৬ মে প্রথমে কাঁথিতে রোড শো করবেন মমতা। এরপর মারিশদার দুরমুটে জনসভা করার কথা ছিল তাঁর। সেই মতো আজ, সোমবার সকালে দুরমুটে একটি মাঠ পরিদর্শনে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা রক্ষী থেকে পূর্ব মেদিনীপুর পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা।
কাঁথি পুরসভার পুরপ্রধান সুপ্রকাশ গিরি ও কাঁথি সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযূষ কান্তি পন্ডা সহ তৃণমূলের অন্যান্য নেতারাও মাঠ পরিদর্শন করেন। যদিও পরবর্তীতে দুরমুঠে জনসভা বাতিল হয়ে যায়। এরপর ঠিক হয় কাঁথি শহরে পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে তৃণমূল নেতৃত্ব থেকে প্রশাসনের আধিকারিকেরা। শুভেন্দুর পাড়ায় মুখ্যমন্ত্রী পদযাত্রাকে ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read