Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মাথায় বন্দুক ঠেকিয়ে  ডাকাতির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো পটাশপুরে।

মাথায় বন্দুক ঠেকিয়ে মারধর করে গভীর রাতে ডাকাতির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানা ক্ষার গ্রাম পঞ্চায়েত এলাকার মুস্তফাপুর গ্রামে। গতকাল গভীর রাতে মুখে কালো কাপড় বাধা একদল দুষ্কৃতকারী বাড়ি দরজা ভেঙে বাড়িতে  ঢুকে পরিবারের সদস্যদের বেঁধে রেখে বেধড়ক মারধর করে। প্রাথমিকভাবে  ইলেকট্রিক শক দেয় বলে অভিযোগ।মাথায় বন্দুক ঠেকিয়ে লুটপাট চালানোর পাশাপাশি একজন গর্ভবতী মহিলাকেও মারধর করে। প্রায় অন্তত দু’ঘণ্টা থেকে তিন ঘন্টা ধরে এই তাণ্ডব চালায় ডাকাতের দল। ঘটনায় গুরুতর  আহত হয়  অতুল বেরার পরিবারের  দুজন।

আহতদের  এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে  ভর্তি করা হয়েছে। নগদ ট ৩০ হাজার টাকা  ও ১৫ লক্ষ টাকা সোনার গহনা সহ বিভিন্ন মূল্যবান  সামগ্রী লুট করে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে । খবর পেয়ে ঘটনাস্থলে আসে পটাশপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পটাশপুর থানার পুলিশ। ভোটের মুখে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ডাকাতি ও মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পটাশপুর এলাকায়। আতঙ্কে রয়েছেন এলাকার মানুষজন। এই এলাকায় একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। যার কারনে মানুষ ভীত ও সন্ত্রস্ত। স্থানীয় মানুষের দাবি এলাকায় পুলিশি নজরদারি ও  নিরাপত্তা বাড়ানো হোক

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read