Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

উর্বশী ব্যানার্জি ভট্টাচার্যের সমর্থনে নির্বাচনী সভা ভগবানপুরে

কাঁথি লোকসভা কেন্দ্রের ভগবানপুর বিধানসভা এলাকার মুগবেড়িয়ার সুশীলা মোড়ে বামফ্রন্ট সমর্থিত জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী উর্বশী ব্যানার্জি ভট্টাচার্যের সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।এই কাঠফাটা রোদ্দুর ও তীব্র গরম উপেক্ষা করে বহু মানুষ সভায় হাজির হয়।
এই কাঁথি লোকসভা এলাকায় তৃণমূল কংগ্রেসের সাংসদ দীর্ঘ ১৫ বছর তিনি  মানুষের ভোটে বার বার জিতে এলাকার উন্নয়নে কোন কাজ করে উঠতে পারিনি ,তাই মানুষের প্রচন্ড ক্ষোভ সৃষ্টি হয়েছে। নিজের পরিবারের সম্পদ বেড়েছে সাধারণ মানুষ যেই কে ,সেই অবস্থায় রয়ে গেছেন। প্রতিবাদী কন্ঠকে স্তব্ধ করে রাখার হাতিয়ার হিসেবে মুগবেড়িয়ার অর্জুন নগর বোরুজ ,খেজুরির বারাতলা,নিজকশবা, মারিশদার ভাজা চাউলী, দেশপ্রান ব্লকের শুনিয়া, আউরাই, আমতলিয়া এইসব এলাকায় সন্ত্রাস কায়েম করে মানুষের গণতান্ত্রিক অধিকারের তফারফা করেছেন । এখন তৃনমূলের পোশাক বদলে ফেলে, বিজেপির পোশাক পরে, নিজের ছেলেকে নির্বাচনে দাঁড় করিয়ে ভোট প্রার্থনা করছেন।
মানুষের প্রশ্ন দীর্ঘ ১৫ বছর থাকার ফলে কাঁথির কি উন্নয়ন হয়েছে?  জানতে চাইছে কেলেঘাই নদী ও বাগুইখাল সংস্কার হলো না কেন। প্রতিবছর বন্যায় পটাশপুর, মুগবেড়িয়া সহ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে  ফসলের ক্ষতি, মানুষের সর্বনাশ হচ্ছে। তাছাড়া সমুদ্র, নদী বেষ্টিত এলাকা খেজুরি, দেশপ্রাণ, কাঁথি, রামনগর এলাকার সাধারণ মানুষের মূল সমস্যা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, অতিবৃষ্টি,আইলার মত ভয়ানক ঝড়ঝাপড়ার মধ্যে মানুষকে বেঁচে থাকতে হচ্ছে । প্রতিবারের উন্নয়নের টাকা নেতাদের পকেটে চলে যায় নিজেদের সম্পদ বাড়ে আর সাধারণ মানুষের সেই নিদারুণ একই অবস্থা থেকে যায়। তাই এবারে পরিবর্তনের আওয়াজ উঠেছে ।কেন্দ্রে ইন্ডিয়া মঞ্চকে শক্তিশালী করতে  ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সরকার গড়ে তোলার প্রস্তুতি শুরু হয়েছে। এ পর্যন্ত কয়েক দফার নির্বাচনে পরিসংখ্যান বলে দিচ্ছে কেন্দ্রে বিজেপি সরকার আর ফিরে আসছে না। তাই কাঁথি লোকসভা কেন্দ্রে বাম– কংগ্রেসের প্রার্থী ঊর্বশী  ব্যানার্জি ভট্টাচার্যকে হাত চিহ্নে ভোট গিয়ে নির্বাচিত করার ডাক দেন নেতৃত্বগন।আজকের সভার 
প্রধান বক্তা ছিলেন সিপিআইএম নেত্রী তথা রাজ্য মহিলা সংগঠনের সম্পাদিকা –কণিকা বোস ঘোষ তাছাড়া বক্তব্য রাখেন সিপিএম নেতৃত্ব –হিমাংশু দাস ,চিত্ত দাস, ভুজঙ্গধর মল্লিক, জাতীয় কংগ্রেসের নেতা- শিউ মাইতি, বিদ্যুৎ করন, সি,পি,আই নেতা -সেক জলিল সহ নেতৃত্বগণ। সভাপতিত্ব করেন- সিপিআইএম নেতা –বিষ্ণু হরি মান্না।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read