নন্দীগ্রামে যে প্রতারণা হয়েছে, তার বদলা আমি নেবই। কখন নেব, কীভাবে নেব, তা সময় ঠিক করবে। বৃহস্পতিবার তমলুক লোকসভা কেন্দ্রের ভোটের প্রচারে এসে শুভেন্দু অধিকারীর নাম না নিয়ে চ্যালেঞ্জ ছুঁড়লেন তৃণমূল নেত্রী।
মমতা বললেন,যখন তৃণমূল কংগ্রেস করি বাপও ছিলোনা ব্যাটাও ছিল না। এখানে ছিল অখিল গিরি। ওরা কংগ্রেসে ছিল। তৃতীয় হয়েছিলো। আমাদের হাত ধরে জেতার আগে ওরা অনেকবার হেরেছে। এখন বিজেপিতে গিয়েছে টাকা বাঁচানোর জন্য।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন,বিজেপি কেন্দ্রের ক্ষমতায় থাকায়,নির্বাচন কমিশনকে কাজে লাগিয়েছে নিজেদের ইচ্ছা মত । ডিএম বদলে দিয়েছিল। পুলিশ সুপার বদলেছে ,আইসি বদলেছে তারপরেও পারেনি। নন্দীগ্রামে ওরা সেদিন লোডশেডিং করিয়ে জিতেছিল। এটা নন্দীগ্রামের মানুষের রায় নয়,সে কথা আমি ভুলিনি। এর বদলা আমি নেব। আজ না হয় কাল এর বদলা নেবই। চিরকাল বিজেপি থাকবে না। চিরকাল, ইডি-সিবিআই কোলে করে রাখবে না। চিরকার এনআইএ, ইনকামট্যাক্স পাশে থাকবে না। এর বদলা আমি নেবই।
গত দুইবার তমলুক লোকসভা কেন্দ্র থেকে তৃনমূলের প্রতীকে সাংসদ নির্বাচিত হয়েছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী।কয়েক মাস আগে দিব্যেন্দু বিজেপিতে যোগদান করেছেন।তমলুকে এবার তৃনমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য।দেবাংশুর সমর্থনে বৃহস্পতিবার হলদিয়ায় জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।