পূর্ব মেদিনীপুরের তমলুক ও কাঁথি কেন্দ্রে ভোট রয়েছে আগামী ২৫ মে। এই আবহেই ২০২১-এর বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসায় বিজেপি নেতা খুনের মামলার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই আজ সকাল ৬টায় বিশাল বাহিনী নিয়ে কাঁথির মারিশদা থানার তৃণমূল নেতা বুদ্ধদেব মাইতির বাড়িতে তল্লাশি করে।
বিজেপির অভিযোগ ভোট পরবর্তী হিংসায় এখানে হিংসায় বলি হয়েছিলেন বিজেপি নেতা চাঁদু ওরফে জন্মেঞ্জয় দোলাই। সেই অভিযোগের তদন্ত করতে
সকাল সাড়ে ৬টা নাগাদ সিবিআইয়ের দলটি সন্ত্রাস কবলিত মারিশদার ভাজাচাউলির সিজুয়া গ্রামে হাজির হয়। রাস্তায় গাড়ি রেখে গ্রামের পথে বিপুল বাহিনী নিয়ে সিবিআইয়ের এই অভিযান ঘিরে সাত সকালেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গোটা এলাকা ঘিরে রেখে সিবিআইয়ের আধিকারীকরা তৃণমূল নেতা বুদ্ধদেবের বাড়িতে তল্লাশি চালানো। সেখানে তাঁকে পাওয়া যায়নি।
তাঁকে না পেয়ে বুদ্ধদেবের বাবা নন্দ মাইতি তাঁর স্ত্রী সহ পরিবারের সদস্যদের বেশ কিছু সময় ধরে জিজ্ঞাসাবাদ করেন সিবি আইর আধিকারীকরা। তাঁদের ভোটার কার্ড, আধার কার্ড সহ অন্যান্য তথ্য সংগ্রহ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারীকরা। এছাড়াও মারিশদায় তৃণমূল নেতা দেবব্রত পন্ডার বাড়িতেও সিবিআই অভিযান চালিয়েছে বলে জানা গেছে। দেবব্রতকে না পেয়ে তাঁর মেয়ের সঙ্গে ২ ঘন্টা কথা বলেন তদন্তকারীরা।
তৃনমূল নেতারা অভিযোগ করেছে নির্বাচনের মাত্র কয়েক দিন আগে এই ভাবে বাড়ি বাড়ি সিবিআই টীম ও বিশাল কেন্দ্রীয় জওয়ান বাহিনী পাঠিয়ে আখেরে সন্ত্রাসের পরিবেশ তৈরী করার চেষ্টা করছে বিজেপি।
অভিযোগ উড়িয়ে বিজেপির দাবি আদালতের নির্দেশে তদন্ত হচ্ছে।হারের ভয়ে সব কিছুর পেছনে বিজেপির হাত দেখছে তৃনমূল