উড়িষ্যায় ফের পথ দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু হল। সূত্রের খবর রাউলকেল্লার কাছে একটি পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দম্পতির। জানা গেছে এগরা এক ব্লকের নেগুয়া এলাকার তপন দাস মহাপাত্র (৬৮) ও সরোজিনী দাস মহাপাত্র (৫২) এর মৃত্যু হয় ঘটনাস্থলে।
একটি প্রাইভেট গাড়িতে করে যাওয়ার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি দেওয়ালে ধাক্কা মারে গাড়িতে দম্পতি ও তার একটি ছেলে ছিল। দুর্ঘটনায় দম্পতির মৃত্যু হলেও ছেলেটি গুরুতর আহত হয়। স্থানীয় হাসপাতালে চিকিৎসা করানো ব্যবস্থা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার। এই ঘটনায় এগরাএলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। উল্লেখ্য বেশ কিছুদিন আগে একটি বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল কয়েকজনের। তার মধ্যে এগরা থানার প্রায় চারজন এর মৃত্যু হয়েছিল। আবারো পথ দুর্ঘটনায় মৃত্যু হওয়ায় এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।