বিজেপি কেন্দ্রে ১০ বছর ক্ষমতায় আর আমাদের মা-মাটি-মানুষের সরকার ১৩ বছরের।শুভেন্দু অধিকারীকে বলুন কাঁথি-তমলুক কিংবা যেখানে তার ইচ্ছা আমার সাথে সামনা সামনি বসুক।রিপোর্ট কার্ড প্রকাশ করে বলুক ওদের সরকার ক্ষমতায় থেকে মেদিনীপুরের জন্যে কি করেছে,আমি প্রকাশ করবো আমরা কি করেছি।দম আছে সামনা সামনি বসার ? শুক্রবার তমলুকের তৃনমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের রোড শো’র পরে পথ সভা থেকে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুঁড়লেন তৃনমূলের সর্ব ভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তমলুক লোকসভা আসন থেকে প্রথমে শুভেন্দু অধিকারী পরে দুই বার তাঁর ভাই দিব্যেন্দু অধিকারী তৃনমূলের প্রতীকে সাংসদ নির্বাচিত হয়েছেন।২০২০ সালের ১৯ ডিসেম্বর শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পর থেকে দিব্যেন্দু অধিকারীও তৃনমূল থেকে দুরত্ব বাড়াতে শুরু করেন।সম্প্রতি তিনি বিজেপিতে যোগদান করেছেন।এই আসনে এবার বিজেপির প্রার্থী কলকাতা উচ্চ আদালতের প্রাক্তন বিচারক অভিজিৎ গাঙ্গুলী।তৃনমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য।
তৃনমূল প্রার্থী দেবাংশুর সমর্থনে তমলুকের রাজ ময়দান থেকে হাসপাতাল মোড় অবধি রোড শো করেন অভিষেক।তৃনমূলের সেকেন্ড ইন কমান্ডকে স্বাগত জানাতে হাজার হাজার মানুষ রাস্তার দুই ধারে ভীড় করে।রোড শোতে প্রায় লক্ষাধিক তৃনমূল কর্মী সমর্থকেরাও যোগ দিয়েছিলেন।
অভিষেক ব্যানার্জী বলেন তমলুকের মানুষ এই কেন্দ্রের এক নম্বর হিসাবে লড়াকু তরুন তুর্কি দেবাংশু ভট্টাচার্যকে বেছে নিয়েছে।আজকের জনপ্লাবন তার প্রমান।বিজেপি আর সিপিএম নিজেদের মধ্যে এখানে দুই নম্বরকে হবে তার লড়াই লড়ছে।বলেছেন শুভেন্দুর ভাই সৌম্যেন্দু অধিকারী দুর্নীতির মামলায় ফাঁসলে হাইকোর্টে বিকাশ ভট্টাচার্য তার হয়ে লড়ে।আবার এখানকার বিজেপি প্রার্থী সেই বিকাশ ভট্টাচার্যের জুনিয়ার ছিলেন।তাই একটাও ভোট এদের না দিয়ে তৃনমূল প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান অভিষেক।