Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মমতার দাম বাংলার পাঁচ কোটি মানুষের দাম : অভিষেক বন্দোপাধ্যায়।

তুমি যার টিঁকি ধরে রাজনীতি কর,সে মাথা ঝুঁকিয়ে মমতা ব্যানার্জীকে প্রণাম করে।এটাই মমতা ব্যানার্জীর দাম । তমলুকের হাসপাতাল মোড়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণামরত নরেন্দ্র মোদীর ছবি দেখিয়ে অভিজিৎ গাঙ্গুলীকে উত্তর দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বুধবার হলদিয়ার চৈতন্যপুরে একটি সভা থেকে মুখ্যমন্ত্রীর নাম করে কুৎসিত ভাষায় আক্রমণ করেছিলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলী। তিনি বলেছিলেন,মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত টাকায় বিক্রি হও? হলদিয়ার ওই সভার একটি ভিডিয়োও প্রকাশ্যে আসিতেই সারা রাজ্য জুড়ে নিন্দার ঝড় বৈতে শুরু করে ।

সেই সভাতে শালীনতা বিসর্জন দিয়ে অভিজিৎকে বলতে শোনা যায়, তৃণমূল বলছে, রেখা পাত্রকে কেনা হয়েছিল ২০০০ টাকায়! মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত টাকায় বিক্রি হও? তোমার হাতে কেউ ৮ লক্ষ টাকা গুঁজে দিলে চাকরি হয়, কেউ ১০ লক্ষ টাকা দিলে রেশন হাওয়া হয়ে যায়! কেন তোমার দাম ১০ লক্ষ টাকা? তুমি কেয়া শেঠকে দিয়ে মুখে মেকআপ করাও বলে? আর রেখা পাত্র গরিব মানুষ, লোকের বাড়িতে কাজ করে, আমাদের প্রার্থী। সে জন্য তাঁকে ২০০০ টাকায় কেনা যায়? এক জন মহিলা হয়ে উনি এক মহিলা সম্পর্কে এ কথা বলেন কী করে? উনি আদৌ মহিলা কি না তা নিয়ে সন্দেহ আছে আমার!

আশালীন মন্তব্যের জন্যে ইতিমধ্যেই নির্বাচন কমিশন বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলীকে শোকজ করেছে।এবার রাজনৈতিক ভাবে তার উত্তর দিলেন অভিষেক

মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণামরত প্রধানমন্ত্রীর ছবি দেখিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন কখনও দিলীপ ঘোষ তাঁর পিতৃকুল নিয়ে  প্রশ্ন করছে। আবার তমলুকের প্রার্থী বলছে তার রেট কত ? আমি আজকে মমতা ব্যানার্জীর দাম বলতে এসেছি।তার পরেই ছবি সবার সামনে তুলে ধরেন অভিষেক।

বলেন তুমি যার টিঁকি ধরে রাজনীতি কর,সে মাথা ঝুঁকিয়ে মমতা ব্যানার্জীকে প্রণাম করে।আর তুমি জিজ্ঞাস করছো মমতা ব্যানার্জীর দাম কত ? মমতার দাম বাংলার পাঁচ কোটি মানুষের দাম।অভিষেক আহ্বান জানান এদের পাশে দাঁড়িয়ে বাংলার মাটির-মেদিনীপুরের মাটির অসম্মান করবেন না

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read