উই কেয়ার ফাউন্ডেশন স্বেচ্ছাসেবী ট্রাস্ট এক বছর পূর্ন করলো। সেই উপলক্ষে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় কাঁথি ১ ব্লকের মাজিলাপুর গ্রাম পঞ্চায়েতের জলপাই অঞ্চলের মৎস্যজীবী অধ্যুষিত এলাকা রঘুসর্দারবাড় গ্রামে। শিশু বৃদ্ধ বৃদ্ধা নিয়ে প্রায় ১২০ জন স্বাস্থ্য পরীক্ষা করান। স্বাস্থ্য পরীক্ষা র সাথেই সুগার লাইন ডায়াগনোষ্টিক সেন্টারের সহায়তায় ফ্রী তে সুগার,ব্লাড গ্রুপ,প্রেসার পরীক্ষা করা হয়। স্বাস্থ্য পরীক্ষা করেন ডাঃ শান্তনু দাস।
সংগঠনের পক্ষ থেকে উজ্জয়িনী ব্যানার্জী জানান উই কেয়ার ফাউন্ডেশনের মানুষ থেকে অবলা পশুদের পাশে থাকে এবং আগামী দিনে ও পাশে থাকবে।দেখতে দেখতে একবছর আমরা মানুষ কে স্বাস্থ্য পরিষেবা থেকে রক্ত জোগান,সারা বছর রক্ত দান শিবির,দুস্থ মানুষদের রেশন সামগ্রী বিতরণ থেকে হুইল চেয়ার প্রদান প্রভৃতি সামাজিক কাজে নিজেদের নিয়োজিত করেছি। সংগঠনের সভাপতি সুভাষ নন্দ জানান মানুষ সেবায় নিয়োজিত আমরা ।২৪ ঘন্টাই মানুষের জন্য ভাবি। আগামী দিনে আপনাদের সাহায্য ও আশীর্বাদ আমাদের পাথেয়