কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীকে সাথে নিয়ে খেজুরীতে রোড শো করলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। শনিবার দুপুর ২ টা নাগাদ রামচক থেকে রোড শো শুরু হয়। মিঠুন চক্রবর্তীর রোড শো ঘিরে খেজুরিতে জনপ্লাবন লক্ষ্য করা যায়। রাস্তার পাশে কাতারে কাতারে মানুষ মিঠুন চক্রবর্তী’কে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান। এই রোড শো বারাতলায় গিয়ে সমাপ্ত হয়।সেখানে একটি জনসভাতে সৌম্যেন্দুর সমর্থনে ভাষন রাখেন মিঠুন।
বিজেপির এই বিজয় সংকল্প যাত্রায় মিঠুন ছাড়াও উপস্থিত ছিলেন কাঁথি লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী সৌমেন্দু অধিকারী, রাজ্য সহ-সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরী, কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি ও দক্ষিণ কাঁথি বিধানসভার বিধায়ক অরূপ কুমার দাস, ভগবানপুর বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি,উত্তর কাঁথি বিধানসভার বিধায়িকা সুমিতা সিনহা, খেজুরী বিধানসভার বিধায়ক শান্তনু প্রামাণিক প্রমুখ