কাঁথি পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা ৮নং ওয়ার্ডের কাউন্সিলর ড.নিরঞ্জন মান্নার নেতৃত্বে ৮নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পাড়া বৈঠক চলছে। পাড়া বৈঠক গুলোতে দিদির উন্নয়নের খতিয়ান তুলে ধরা হয়।পাড়া বৈঠকে ভাইস চেয়ারম্যান তাঁর বক্তব্যে বলেন,পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে লক্ষ্মীভান্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্বাস্থ্যসাথী, সবুজ সাথী,কন্যাশ্রী,রূপশ্রী , বার্ধক্য ভাতা, বিধবা ভাতা,মানবিক পেনশন সহ বহু মানব কল্যাণমুখী প্রকল্পের সুবিধা ধনী দরিদ্র সবাই পেয়ে থাকেন।
তাই তিনি আশা প্রকাশ করেন আসন্ন লোকসভা নির্বাচনে কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী উত্তম বারিক কে কাঁথি বাসীগণ ঘাসের উপর জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। পাড়া বৈঠকে উপস্থিত ছিলেন স্বপন বারিক,বসুমতী মজুমদার ,মিনতি দাস, শশাঙ্ক মাইতি, শশাঙ্ক দাস,মৃন্ময় দাস,তাপস দাস, আশুতোষ জানা,যতীন্দ্রনাথ মাইতি, রাজু মজুমদার,সুনির্মল সাউ,অনুপ বারিক সহ বিশিষ্ট নেতৃবৃন্দ।