এলাকাবাসীর দাবি অনুযায়ী বম্ব স্কয়ারের আধিকারিকরা এসে পৌঁছালো এগরা ১ ব্লকের সাহারা গ্রাম পঞ্চায়েতের খাদিকুল গ্রামে। সকালে পৌঁছেই উদ্ধার বোমাগুলোকে নিষ্ক্রিয় করে। বোমা এবং বারুদ উদ্ধার কে কেন্দ্র করে এলাকায় সৃষ্টি হয়েছে উত্তেজনা। চলছে রাজনৈতিক তরজা। উল্লেখ্য শনিবার সকালে খাদিকুল গ্রামে পান বরোজের পাশের একটি ঝোপের আড়ালে হাঁড়িভর্তী বোমা উদ্ধার হয়।খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে সেই বোমা গুলিকে নিষ্ক্রিয় করার উদ্যোগ নেয়। কিন্তু বাধা দেয় এলাকাবাসী। দাবি করে বম্ব স্কয়ারের লোকজনের মাধ্যমে এই বোমা গুলি নিষ্ক্রিয় করতে হবে। পাশাপাশি এন আই এ তদন্তের দাবি করে। বাধা প্রাপ্ত হয়ে পুলিশ খবর দেয় বম্ব স্কোয়ার কে। তারাই এসে বোমাগুলোকে নিষ্ক্রিয় করে নিয়ে যায় এবং মশলা গুলোকেও নিয়ে যায়।উল্লেখ্য ২০২৩ সালের ১৬ই মে খাদিকুল গ্রামে ভানু বাগের বাড়িতে বিস্ফোরণ হয়। ভানু বাগ সহ ১৩ জনের মৃত্যু হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে যায়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এসে ক্ষতিপূরণের টাকা ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দিয়ে যান। তারপর এই পঞ্চায়েত বিজেপির দখলে যায়। বছর ঘুরতে না ঘুরতেই আবারো বোমা উদ্ধারকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি নেতৃত্বের দাবি তৃণমূল বোমা মজুত করে ছিল ভোটের কাজে ব্যবহার করবে বলে। দাবি এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করে ভোটে জেতার কৌশল নিয়েছিল তৃণমূল। অপরদিকে তৃণমূলের নেতৃত্ব বলেন এটি সাহসিক। এলাকার বিধায়ক তরুণ কুমার মাইতি বলেন বিষয়গুলির সঙ্গে তৃণমূল যুক্ত নয়। এটা বিজেপির চক্রান্ত। ভোটের আগে বিজেপি এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করে ভোট জেতার কৌশল নিয়েছে। এই নিয়ে এলাকায় উত্তেজনা রয়েছে বলে সূত্র মারফত জানা গেছে।