পূর্ব মেদিনীপুর জেলার রামনগরে রাজ্যবিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভার শেষে বাড়ি ফেরার পথে বালিসাইতে বিজেপির উপর হামলা, মারধর ও গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ। অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে ।
এই ঘটনার প্রতিবাদে রামনগর বাসস্ট্যান্ডে প্রায় ঘন্টাখানেক পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি নেতা- কর্মী ও সমর্থকেরা।
সূত্রের খবর, শুভেন্দুর সভা শেষে বলিসাই বাজার সংলগ্ন এলাকায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপির উপরে অতর্কিত হামলা চালায় । বিজেপি সমর্থকদের টোটো ও অটোতে হামলা চালানো হয় বলে অভিযোগ। বেশ কয়েকজন গুরুতর আহত বিজেপি কর্মীকে বালিসাই হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারই প্রতিবাদে রামনগরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। পুলিশ পথ অবরোধ তুলতে এলে বিজেপি কর্মী সমর্থকদের সাথে রামনগর থানার পুলিশের জোর বচসা বেঁধে যায়। চরম উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়। প্রায় এক ঘন্টা ধরে পথ অবরোধ করে রাখে বিজেপি কর্মীরা। রামনগরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। অবশেষে পুলিশের আশ্বাসে পথ অবরোধ তুলে নেওয়া হয়েছে। এই ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।