পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উত্তম বারিক সোমবার কাঁথি মহকুমা আদালতে ক্রিমিনাল বার এসোসিয়েশন এবং সিভিল বার এসোসিয়েশনে প্রচার করলেন । মোহরাদের অ্যাসোসিয়েশনেও ভোট প্রচার করেন উত্তম বারিক ।
কাঁথি মহকুমা আদালতের ক্রিমিনাল বার এসোসিয়েশনের পক্ষ থেকে সম্পাদক সাধন দাস এবং সভাপতি অসিত বরণ মাইতি বরন করে নেনে পৃনমূল প্রার্থী উত্তম বারিককে।
আদালতের আইনজীবি ও মোহরারদের কাছে তৃনমূল প্রার্থী তার সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে তার রাজনৈতিক উত্থানের বিষয়ে এবং মমতা ব্যানার্জীর একজন সৈনিক রূপে কাঁথি সহ পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকার উন্নয়নের খতিয়ান তুলে ধরেন।
এরপর তিনি সিভিল বার এসোসিয়েশনে আসলে তাঁকে এখানকার আইনজীবি সদস্যরা বরণ করে নেন।
প্রার্থী সকল আইনজীবীদের কাছে আসন্ন লোকসভা ভোটে তাকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আহ্বান জানান। উপস্থিত ছিলেন কাঁথি আদালতের প্রবীন আইনজীবী এবং প্রাক্তন জিপি শুভেন্দু বিকাশ বেরা প্রাক্তন এজিপি অনিল বেরা, শংকর বেরা সহ দুই শতাধিক আইনজীবী। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপন করেন অমিত ত্রিপাঠী, সম্পাদক শুভদীপ বেরা।