সোমবার গভীর রাত্রে ভগবানপুরের অর্জুননগরে বিজেপি কর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠলো শাসক দল তৃনমূলের বিরুদ্ধে।
অভিযোগ রাত্রী প্রায় ২টা’র সময় ভূপতিনগর থানার অন্তর্গত ভগবানপুর -৩ মন্ডলের অর্জুননগর গ্রামে আচমকা হামলা চালায় তৃনমূল আশ্রিত দুষ্কৃতীরা।এই আক্রমণে বিজেপির বেশ কয়েকজন সমর্থক গুরতর আহত হয়।
বিজেপি সুত্রে জানা গেছে মুগবেড়িয়া হাসপাতাল থেকে তমলুক হাসপাতালে গুরুতর আহত অবস্থায় স্থানান্তরিত করা হয় শুভঙ্কর দাস এবং অনিল মাইতিকে এবং মুগবেড়িয়া হাসপাতাল থেকে সঙ্কটজনক অবস্থায় কলকাতা মেডিকা হাসপাতালে স্থানান্তরিত করা হয় অবনী দেকে।
উল্লেখ্য গতকাল সকালে বিজেপির পক্ষ থেকে অর্জুননগর ২০৫ নং বুথে দলীয় পতাকা টাঙানোর কাজ হয়েছিল।সারাদিন কোনো অশান্তি বা গন্ডগোল হয়নি। কিন্তু রাতে তান্ডব চলে।
Author: ekhansangbad
Post Views: ৬৪