Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

অভিজিৎ গাঙ্গুলী সমর্থনে নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী

২০০৬ সালে নন্দীগ্রামের আন্দোলনে এই মা ব্যাটা কোথায় ছিলো। ২০০৬ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত লড়াই এদেরকে কেউ দেখেছে। ২০০৭ সালে ১৪ই মার্চের পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়  সকাল বেলা নন্দীগ্রাম এসেছিল মাথা ঘোরার নাটক করে কলকাতা ফিরে যান। নন্দীগ্রাম বিধানসভার আমগেছিয়াতে এক সভাতেই এভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমন করেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

মঙ্গলবার বিজেপির সংখ্যালঘু মোর্চার আয়োজনে নন্দীগ্রাম বিধানসভার আমগেছিয়াতে তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলী সমর্থনে এক নির্বাচনী সভায় উপস্থিত হয়েছিলেন  শুভেন্দু অধিকারী।

সভাতে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা বলেন 
শুধুমাত্র সনাতনীদের ভোটে নয় সমগ্র নন্দীগ্রামবাসীর অর্থাৎ ভারতবাসীর ভোটে বিজেপির প্রার্থী অভিজিৎ গাঙ্গুলিকে জেতাতে হবে। বলেন ,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু মুসলমানের মধ্যে যে প্রাচীর তুলে দিয়েছেন সেই প্রাচীর ভেঙে সবাই একসাথে ভোট দিতে হবে।  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিষাদল সভায় যা বলেছেন এবং নন্দীগ্রামের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলবেন তার সব উত্তর দেবেন নন্দীগ্রামে ২৩ তারিখ শেষ প্রচারের সভায় বলে জানান শুভেন্দু অধিকারী।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read