Select Language

[gtranslate]
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রচারে বাধা দেওয়ায়, বিক্ষোভ দেখালো আইএসএফ।

নন্দীগ্রামে নির্বাচনী প্রচার সভায় বাধা পাওয়ার অভিযোগ করলো  আইএসএফ।অভিযোগ তাদের প্রচার সভার মঞ্চ ও মাইক ভেঙ্গে দেওয়া হয়েছে। ভাঙচুরের প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন আইএসএফ কর্মী-সমর্থকরা।

মঙ্গলবার বিকেলে দলীয় প্রার্থী মাহিউদ্দিন আহমেদের সমর্থনে ভোটের প্রচারে গিয়েছিলেন আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। নন্দীগ্রাম বাইপাসের ধারে একটি সভামঞ্চ তৈরি করা হয়েছিল। কিন্তু সেই মঞ্চ ও মাইক ভেঙে দেওয়ার অভিযোগে প্রতিবাদে সরব আইএসএফ শিবির। আইএসএফ শিবিরের অভিযোগ তৃণমূলের দিকে।

তমলুক লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী মাহিউদ্দিন বলেন, অনুমতি নিয়ে আজ আইএসএফের সভা করার কথা ছিল। স্থানীয় দুষ্কৃতীরা আমাদের সেই সভা করতে দিচ্ছে না। আমাদের যে মঞ্চ ছিল সেটাও ভেঙে দেওয়া হয়েছে।

তৃনমূল অবশ্য অভিযোগ অস্বীকার করেছে।পুলিশ দোষীদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহনের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read