Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

অগ্নিমিত্রা পালের সমর্থনে সভা করলেন মিঠুন চক্রবর্তী

মেদিনীপুর লোকসভা কেন্দ্রে আগামী ২৫ মে লোকসভা নির্বাচন রয়েছে। তার আগেই শেষ মুহূর্তে জোরকদমে প্রচার করছে গেরুয়া শিবির। এই কেন্দ্রে বিজেপির টিকিটে লোকসভা ভোটে লড়ছেন অগ্নিমিত্রা পাল। মঙ্গলবার মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের হয়ে ঝড়ো প্রচার কর্মসূচিতে অংশগ্রহণ করেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। প্রথমে মেদিনীপুর শহরে রোড শো। এরপর পূর্ব মেদিনীপুরের এগরায় অগ্নিমিত্রার সমর্থনে সভা করেন মিঠুন চক্রবর্তী। এদিন নেগুয়ার সভায় অগ্নিমিত্রাকে ‘বোন’ বলে সম্মোধন করেন। তিনি বলেন, তার অসংখ্য হিট সিমেমায় ড্রেস ডিজাইন করেছেন অগ্নিমিত্রা।

তাই মহাগুরুর কাছে বিশেষ গুরুত্ব রয়েছে এই প্রচারের। এদিন সভা মঞ্চ থেকে মিঠুনকে তাঁর সিনেমার বহু হিট সংলাপ বলতে শোনা যায়। পাশাপাশি তৃণমূলকেও তীব্র আক্রমণ করেন মিঠুন। তিনি বলেন, তৃণমূলের জন্ম হয়েছিল  মিথ্যে লগ্নে ও দুর্নীতির রাশিতে। সকাল থেকে সন্ধে মিথ্যে বলিবো, বলিবো বলে স্তুতি করে তৃণমূল। তিনি বলেন, সিএএ আইনে কাউকে তাড়ানো হবে না, সবাইকে নাগরিকত্বের অধিকার দেওয়া হবে। তৃণমূল মুসলিম ভাইদের ভুল বুঝিতে বিজেপির শত্রু তৈরী করার চেষ্টা করছে। ১০০ দিনের টাকা সাধারণ মানুষের করের টাকা। সব রাজ্য কম বেশি হিসেব দিয়েছে। পশ্চিমবঙ্গ সেই হিসেব দেয়নি তাই টাকা দেওয়া বন্ধ করেছে কেন্দ্র। নাম না করে জুন মলিয়াকে চোরের দলের প্রার্থী বলে কটাক্ষ করেন। অগ্নিমিত্রা সৎ, দেশপ্রেমি দলের প্রার্থী তাই আগামীদিনে পশ্চিমবঙ্গকে বাঁচাতে তাঁকে বিপুল ভোটে জয়ী করার আহ্বানও জানান মহাগুরু।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read