কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী উত্তম বারিকের সমর্থনে দক্ষিণ কাঁথি বিধানসভার কুসুমপুর অঞ্চলের মশাগাঁ বুথ তৃণমূলের নির্বাচনী সভা হল। তারপরেই উত্তর কাঁথি বিধানসভার লাউদা গ্রাম পঞ্চায়েতের রঘুনন্দনপুর বুথ তৃণমূল কংগ্রেসের নির্বাচনী সভা হয়। উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলার আইএনটিটিইউসির সভাপতি বিকাশ চন্দ্র বেজ,কুসুমপুর অঞ্চল তৃণমূলের সভাপতি বিমল চন্দ্র শাসমল, কুসুমপুর অঞ্চল কমিটির সভাপতি সেক সাহেদ, নির্বাচন কমিটির সম্পাদক পার্থ মন্ডল সহ অন্যান্য নেতৃত্ব।
রঘুনন্দনপুর সভায় উপস্থিত ছিলেন কাঁথি ৩ব্লক তৃণমূলের সম্পাদক অশোক প্রধান, লাউদা অঞ্চল তৃনমূলের সভাপতি সুখেন্দু বারিক, কানাইদিঘী অঞ্চল তৃণমূলের যুব সভাপতি রামকৃষ্ণ প্রামানিক সহ অন্যান্য নেতৃত্ব। এই সভায় কর্মী সমর্থকদের তৃণমূল প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানানো হয়।