নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী ৮৫ ঊর্ধ্ব এবং শারীরিক অক্ষম ব্যক্তিদের বাড়ি বাড়ি ভোট গ্রহণ হল।কাঁথি লোকসভা কেন্দ্রের ষষ্ঠ দফায় ভোট গ্রহণ হবে আগামী ২৫ মে। তার জন্য ১৬ থেকে ২০ মে পর্যন্ত বাড়িতে গিয়ে ভোটগ্রহণ হলো। আজ মঙ্গলবার ও ব্রাত্য রইল কাঁথি ১ ব্লকের মাজিলাপুর গ্রাম পঞ্চায়েতের বাড়চুনফলি বুথের বয়স্ক ও শারীরিক অক্ষম ভোটাররা। ভোট দিতে পারল না ইন্দুবালা, ভগবতী সহ অনেকে। অভিযোগ এই বুথের প্রবীণ ভোটার ইন্দুবালা পয়ড়্যা,ভগবতী মান্না, অতুল চন্দ্র বর, পূর্ণিমা সিংহ, সুভাষিনী গারু, সুবোধ বালা মেইকাপ সহ অনেকে বাড়িতে ভোট দেওয়ার সুযোগ থেকে প্রায় বঞ্চিত। এই বিষয়ে মহকুমা শাসক সৌভিক ভট্টাচার্য এর কাছে জানতে চাইলে তিনি বলেন বিষয়টি বিডিও দেখছেন।
কাঁথি ১ ব্লকের ভিডিওর সঙ্গে যোগাযোগ করতে বলেন। বিডিও ফোন না ধরলে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে কাঁথি লোকসভা কেন্দ্রের দায়িত্বে থাকা অবজার্ভার কে জানালে তিনি বলেন লিখিত অভিযোগ দেওয়ার জন্য। অভিযোগ পাঠানো হয়েছে। তিনি জানিয়েছেন বিষয়টি দেখা হচ্ছে। তবে ভোট গ্রহণের তারিখ ২২ মে পর্যন্ত সময় রয়েছে। এই বয়স্ক ভোটাররা ভোট দিতে না পারার জন্য ক্ষোভ উগরে দিয়েছেন তার প্রতিবেশী এবং পরিবারের লোকজনেরা। এই নিয়ে এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক তর্জা।এই ঘটনার প্রতিবাদ করেছেন বাড়চুনফলি গ্রামের বাসিন্দা রঞ্জিত বর, দীপক মান্না সহ একাধিক গ্রামবাসী,।