পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী প্রাক্তন বিচারপতির অভিজিৎ গঙ্গোপাধ্যায় । কাঁথি লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী সৌম্যেন্দু অধিকারী ।
অভিজিতের সমর্থনে নন্দীগ্রামের বিরুলিয়া বাজার থেকে আমদাবাদ কলেজ পর্যন্ত রোড শো করলেন বিখ্যাত অভিনেতা অরুণ গোভিল। ১৯৯০ সালের বিখ্যাত রামায়ণ সিরিয়ালের রামচন্দ্রের ভূমিকায় অভিনয় করেছিলেন অরুণ গোভিল।
অরুণ গোভিলকে দেখতে এদিন সন্ধ্যায় তমলুকে ভিড় ছিল একেবারে দেখার মতো। পদ্ম প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে স্বয়ং রাম চন্দ্রকে দেখে বিজেপি কর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে দেখার মতো। এদিন তিনি ছাড়াও উপস্থিত ছিলেন অভিনেত্রী পাপিয়া অধিকারী সহ জেলা ও স্থানীয় নেতৃত্বরা।
একই ভাবে সৌম্যেন্দু অধিকারীর সমর্থনে বাজকুলে পথসভা করেন অভিনেতা অরুণ গোভিল।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত শক্ত করতে সৌম্যেন্দুকে জয়ী করার আহ্বান জানান তিনি।