মাঝে আর মাত্র দুই দিন।তারপরেই ভোট গ্রহন।এও অবস্থায় তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলীর সমর্থনে রাতের অন্ধকারে ত্রিপল বিতরণ করতে গিয়ে পুলিশের হাতে পাকড়াও হল বিজেপির এক কর্মী ।সুতাহাটায় বিজেপির তরফে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে বলে অভিযোগ করেছে তৃনমূল।
পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ও কাঁথি লোকসভা আসনে নির্বাচন ২৫ মে।সেই আবহের মধ্যে এবার এক বিজেপি কর্মী ত্রিপল বিলি করার সময়ে হাতেনাতে ধরা পড়ায় ছড়িয়েছে চাঞ্চল্য শিল্প শহর জুড়ে।
পুলিশ ও বিডিও-র উপস্থিতিতে ত্রিপল গুলো উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে।ওই ব্যক্তিকে আটক করে আরো কিছু জানার চেষ্টা করছে পুলিশ। জেলাজুড়ে অভিযান আরও শক্ত করার পদক্ষেপ নিচ্ছে পুলিশ।ওই আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এর প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।
তৃনমূল সুত্রে জানা গেছে গোপন সুত্রে তাঁরা খবর পান সুতাহাটা থানা এলাকার বিজয়রামপুর ৪৯ নম্বর বুথে বিজেপির নেতা কর্মীরা মঙ্গলবার রাতের অন্ধকারে ত্রিপল বিতরণ এর মাধ্যমে ভোটারদের প্রভাবিত করেছে । গোপন সূত্র মারফত খবর পায় পুলিশও।খবর পেয়ে সাথে সাথে অভিযান চালিয়ে ত্রিপল সহ একজন বিজেপি কর্মীকে আটক করে পুলিশ।
স্থানীয় তৃনমূল নেতৃত্ব ও পুলিশের কাছে আটক ব্যাক্তি জানিয়েছেন তিনি বিজেপির বিজয়রামপুর বুথের সভাপতি চন্দ্রশেখর মাইতির নির্দেশে এই কাজ করছিলেন।জেরার মুখে তিনি আরো বলেন ১০টি বাড়িতে এই ত্রিপল বিতরণ করেছেন এবং ধরা পড়ার সময় তার কাছ থেকে আরো ৩৫টি ত্রিপল উদ্ধার হয়েছে।
শাসক দল তৃনমূলের নেতারা অভিযোগ করেন এইভাবে ভোটারদের প্রভাবিত করে বিজেপি ভোট কেনার চেষ্টা করছে । বিজেপির সমস্ত দিকের চক্রান্ত মানুষ বুঝে গিয়েছে।