প্রদীপ কুমার সিংহ :- গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ বারুইপুর থানার অন্তর্গত ইন্দ্র পালা এলাকায় ৩ দুষ্কৃতিকে অস্ত্র সহ ধরে। পুলিশ সূত্রে খবর মঙ্গলবার রাতে ইন্দ্রপালা এলাকা থেকে পুলিশের কাছে খবর আসে ৩ অচেনা ব্যক্তি ঘোরাফেরা করছে হাতে ব্যাগ নিয়ে। সঙ্গে সঙ্গে বারুইপুর থানায় এস আই রনি সরকার ও তার পুলিশের টিম নিয়ে সেই এলাকায় যায় এবং তিনজন ব্যক্তিকে আটক করে। তাদের কাছে একটি ব্যাগ ছিল সেই ব্যাগ থেকে উদ্ধার করে পুলিশ একটি ভোজালি, একটি গুলি ভর্তি বন্দুক, একটি পাংচার,লংকার গুঁড়োর দুটি প্যাকেট।ধৃতদের নাম জয়নাল মোল্লা(৪৫)।
বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলী থানা অন্তর্গত চুপরি জোড়া এলাকায়।মিরাজ পিয়াদা (২৩),আলী ইমরান গাজী(২০)। বাড়ি মথুরাপুর ও জয়নগর থানা এলাকায়। পুলিশ মনে করছে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে কোন ক্রাইম করার উদ্দেশ্যে জড়ো হয়েছিল। মৃত ব্যক্তিদের বিরুদ্ধে আগে কোন থানায় বাড়িপুর থানায় মামলা আছে কিনা সেটা খতিয়ে দেখবে।ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ আমস অ্যাটক সহ বিভিন্ন ধারায় মামলার রুজু করেছে । ধৃত ব্যক্তিদের বারুইপুর থানার পক্ষ থেকে বুধবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে।