Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

একাধিক এটিএম কার্ড সহ এক ব্যক্তি গ্রেফতার।

বেশ কিছু এটিএম কার্ড সহ গ্রেফতার করল বারুইপুর থানার পুলিশ এক ব্যক্তিকে। ধৃত ব্যক্তির নাম জয়দেব রায়। জয়দেব বাবু আসল বাড়ির বর্ধমান জেলার দুর্গাপুর অঞ্চলে। এখন ভাড়া থাকতো বিষ্ণুপুর থানা অন্তর্গত আমতলা আদর্শ পল্লীতে। পুলিশ সূত্রে খবর জয়দেববাবু বিভিন্ন এটিএম কাউন্টারে যেত বয়স্ক মানুষের এটিএম কার্ড থেকে টাকা তোলা সাহায্য করতেন। বয়স্ক মানুষের আসল কাজ নিজের কাছে রেখে দিয়ে নকল কার্ড গুলি মানুষদের দিয়ে দিতেন। সেই কার্ড দিয়ে পরে টাকা তুলে নিতেন। এইভাবে লক্ষ লক্ষ টাকার জালিয়াতি করত।পুলিশ সূত্রে আরো খবর সম্প্রতি  বারুইপুরে একটি নামজাদা সোনার দোকানে গহনা কিনতে গিয়ে ধরা পড়ে। সোনার দোকান থেকে বারুইপুর থানা অভিযোগ করা হয়।

মঙ্গলবার বারুইপুর থানার অন্তগত বারুইপুর স্টেশন রোডে একটি এ টি এম এ কাউন্টারে, জয়দেব বাবুর টাকা তোলা কে কেন্দ্র করে বচসা হয় এক ব্যক্তির সঙ্গে। তিনি থানায় খবর দেয় থানার পুলিশ গিয়ে জয়দেব বাবুকে গ্রেফতার করে আনে। জয়দেব বাবুকে তল্লাশি করে বেশ কিছু এ টি এম আসল ও নকল কার্ড উদ্ধার করে পুলিশ। ধৃত ব্যক্তির বিরুদ্ধে পুলিশ ৪২০ সহ একাধিক ধারায় মামলা রুজু করে।ধৃত ব্যক্তিকে বারুইপুর থানার পক্ষ থেকে বুধবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read